জরুরী নোটিশ
২০২০-২০২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বি.এস.সি (সম্মান) নবীন ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অদ্য ২৩/০২/২২ ইং বুধবার, ২৪/০২/২২ইং বৃহস্পতিবার, ২৬/০২/২২ইং শনিবার সকাল ১০.০০টায় জরুরী ভিত্তিতে কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে রেজিষ্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে। ২৬/০২/২২ইং তারিখে ডীন স্যারের নির্দেশনা অনুযায়ী ক্লাস শুরুর নির্ধারিত তারিখ ও সময় পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।ছাত্রীদেরকে নিম্নলিখিত ফ্লোরে বিভাগ অনু্যায়ী শিক্ষকবৃন্দের সাথে যোগাযোগ করতে বলা হচ্ছে।
বিভাগ
খাদ্য ও পুষ্টিবিজ্ঞান → ৫ম তলা
সম্পদ ব্যবস্থাপনা ও এন্ট্রাপ্রেণরশীপ → ৪র্থ তলা
শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক →৪র্থ তলা
শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা →৩য় তলা
বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্প →৬ষ্ঠ তলা
বিঃদ্রঃ নির্ধারিত সময়ে ফর্ম ফিলাপ করা বাধ্যতামূলক। অন্যথায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত বিলম্ব ফি (যা অত্যন্ত বেশী) পরিশোধ করে রেজিষ্ট্রশন ফর্ম পূরণ করতে হবে।
অধ্যাপক ফাতিমা সুরাইয়া
অধ্যক্ষ
আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স
লালমাটিয়া, ঢাকা।
Leave a Reply