আকিজ কলেজ অব হোম ইকনোমিক্স
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাদানকল্প কলেজ
মোবাইলঃ ০১৭০১-২১৪৩৪০, ০১৭০১-২১৪৩৪১, ০১৭০১-২১৪৩৪৩
২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি সংক্রান্ত নির্দেশাবলীঃ
আকিজ কলেজ অব হোম ইকনমিক্স এ ২০২০-২০২১শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি (সম্মান) কোর্সে ভর্তিচ্ছু ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ,ভর্তি কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীব-বিজ্ঞান অনুষদ থেকে প্রদত্ত নির্ধারিত তারিখ অনুযায়ী অনুষ্ঠিত হবে ।ভর্তির সময় নিম্নলিখিত কাগজপত্র নিয়ে আকিজ কলেজ অব হোম ইকনমিক্স এর ক্যাম্পাসে আসতে হবে।
১)গার্হস্থ্য ইউনিটে ভর্তিপরীক্ষার পবেশপত্র।
২)S.S.C H.S.C এর মূল নম্বরপত্র।
৩)S.S.C H.S.C এর মূল নম্বরপত্রের ফটোকপি।
৪) S.S.C H.S.Cএর সার্টিফিকেট এর ফটোকপি।
৫) চার(৪)কপি পাসপোর্ট সাইজ ছবি।
৬) দুই(২) কপি স্ট্যাম্প সাইজ ছবি।
৭)অভিভাবকের বাৎসরিক আয়ের সনদপত্র।
৮) স্কুল ও কলেজের প্রশংসাপত্রের ফটোকপি।
৯)ভর্তির দিন ভর্তি ফিস ৫০০০/ টাকা ও প্রথমকিস্তি ৫০০০/ টাকা হিসেবে মোট ১০,০০০/ টাকা নিয়ে আসতে হবে ।( বিদ্রঃএককালীন ২৭২৫০/ টাকা ও জমা দেয়া যাবে ,সেক্ষেত্রে মোট টাকার পরিমাণ হবে ভর্তি ফিস সহ ৩২২৫০/ টাকা।)
নির্দেশক্রমে
কর্তৃপক্ষ
আকিজ কলেজ অব হোম ইকনমিক্স
Leave a Reply