আকিজ কলেজ অব হোম ইকনমিক্স
ঢাকা বিশ্ব বিদ্যালয়ের উপাদানকল্প কলেজ
অতেন্দ্রিলা,বাসা নং_৪/৪/১-বি ব্লক-এ, লালমাটিয়া ,ঢাকা-১২০৭
মোবাইলঃ০১৭০১-২১৪৩৪০-৪
www.akijhec.edu.bdইমেইলঃinfo@akijhec.edu.bd, fb-akij college of Home Econom
২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি সংক্রান্ত নির্দেশাবলীঃ
ঢাকা বিশ্ব বিদ্যালয় এর গার্হস্থ্য অর্থনীতি বিভাগ থেকে যেসকল ছাত্রী ২০২০-২১ শিক্ষাবর্ষে আকিজ কলেজ অব হোম ইকনমিক্স এর পাঁচটি বিভাগে সুযোগ পেয়েছ তাদের সবার জন্য রইলো অভিনন্দন ও শুভকামনা। আশা করছি এই কলেজ এর নবীন সদস্য হিসেবে তোমাদের সাথে আমাদের পথচলা হবে সুন্দর ,মসৃন ও প্রানবন্ত। ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ১৬/০২/২২ ইং তারিখ(রবিবার) এবং শেষ হবে ২৩/০২/২২ইং তারিখ(রবিবার)। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ৯.৩০ টা থেকে দুপুর ৩.০০ টা পর্যন্ত কলেজের লালমাটিয়াস্থ ক্যাম্পাসে ভর্তি কার্যক্রম চলবে। সকল ছাত্রীকে নিম্নলিখিত কাগজপত্রসহ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে কলেজে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
১)গার্হস্থ্য ইউনিটে ভর্তি পরীক্ষার পবেশপত্র।
২)S.S.C H.S.C এর মূল নম্বরপত্র।
৩)S.S.C H.S.C এর মূল নম্বরপত্রের ফটোকপি।
৪) S.S.C H.S.C এর সার্টিফিকেট এর ফটোকপি।(সার্টিফিকেট এর কপি যদি না থাকে তবে সেটা পাওয়া মাত্রই জমা দিতে হবে।)
৫) চার(৪) কপি পাসপোর্ট সাইজ ছবি।
৬) দুই(২) কপি স্ট্যাম্প সাইজ ছবি।
৭)অভিভাবকের বাৎসরিক আয়ের সনদপত্র।
৮) স্কুল ও কলেজের প্রশংসাপত্রের ফটোকপি।
৯)ভর্তির দিন ভর্তি ফিস ৫০০০/ টাকা ও প্রথম কিস্তি ৫০০০/ টাকা হিসেবে মোট ১০,০০০/ টাকা নিয়ে আসতে হবে । (বিদ্রঃএককালীন ২৭২৫০/ টাকা ও জমা দেয়া যাবে ,সেক্ষেত্রে মোট টাকার পরিমাণ হবে ভর্তিফিসসহ ৩২২৫০/ টাকা।)
নির্দেশক্রমে
কর্তৃপক্ষ
আকিজ কলেজ অব হোম ইকনমিক্স
Leave a Reply