Home
News Pro
আকিজ কলেজ অব হোম ইকোনমিক্সে ‘নবীন বরণ : ২০২৪-২৫

আকিজ কলেজ অব হোম ইকোনমিক্সে ‘নবীন বরণ : ২০২৪-২৫

আকিজ কলেজ অব হোম ইকোনমিক্সে ‘নবীন বরণ : ২০২৪-২৫’ উদযাপিত “সৃজন-উৎসব আজি, হে নবীন, খুলে’ দাও দ্বার, আনো তব নব-উপহার”—এই স্লোগানকে ধারণ করে ২৩ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হলো আকিজ কলেজ অব হোম ইকোনমিক্সের আয়োজনে নবীন বরণ ২০২৪-২৫। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন— জনাব শেখ আজিজ উদ্দিন, চেয়ারম্যান, আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার ও মানবিক ব্যক্তিত্ব বিবি রাসেল, পরিচালক, বিবি প্রোডাকশনস ফ্যাশন ফর ডেভেলপমেন্ট ড. বিলকিস বানু, গবেষক ও সহযোগী অধ্যাপক, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ কলেজ অব হোম ইকোনমিক্সের প্রতিষ্ঠাতা জনাব শেখ সাবিনা। অনুষ্ঠানে সহ-সভাপতি হিসেবে ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মাহমুদা পারভীন এবং সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সেলিনা আখতার। অনুষ্ঠানের আহবায়কের দায়িত্বে ছিলেন শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক জনাব ফজিলা আফরিন সিলভিয়া।

Leave a Comment

*

*